শিরোনাম
বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রাজশাহীতে ৫ বিএনপি নেতা ভোটে

উপজেলা নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর আট উপজেলায় সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এতে চেয়ারম্যান পদে ২৬, সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ৩৭ ও সংরক্ষিত (নারী) ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। আট উপজেলার মধ্যে ছয়টিতে দলের মনোনীত প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন একাধিক আওয়ামী লীগ নেতা। আর দল নির্বাচনে অংশ না নিলেও তিন উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি নেতারা। এ ছাড়া চার উপজেলায় জাতীয় পার্টি ও দুটিতে ওয়ার্কার্স পার্টির প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাঘা উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন। গত নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। এ ছাড়া এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির আরেক যুগ্ম-আহ্বায়ক মখলেছুর রহমান মুকুল ও সংরক্ষিত (নারী) ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা দল নেত্রী ফারহানা দিল আফরোজ। বিএনপির ভোট বর্জনের মধ্যে জেলার বাগমারায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপি সভাপতি সাবেক চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমান। এ ছাড়া পুঠিয়া উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি নেতা মোখলেসুর রহমান। তিনি উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। বাগমারা উপজেলা বিএনপি সভাপতি ডি এম জিয়াউর রহমান জানান, ‘দল না চাইলে ভোট করব না। কোনো সমস্যা দেখছি না।’

প্রার্থিতা স্থগিত : রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মজিদের প্রার্থিতা সাময়িক স্থগিত করা হয়েছে। গতকাল প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র দেখাতে না পারায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এস এম আবদুল কাদের তার প্রার্থিতা সাময়িক স্থগিত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর