বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
ওবায়দুল কাদেরের উদ্দেশে রিজভী

পরামর্শ বাদ দিয়ে সড়কের দিকে তাকান

নিজস্ব প্রতিবেদক

পরামর্শ বাদ দিয়ে দেশের সড়কের দিকে তাকাতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। রিজভী আহমেদ বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেশ থেকে সুশাসন বিতাড়িত করে রক্তঝরা শাসননীতির ওপর ভর করে এখন অন্যদের জন্য পরামর্শ কেন্দ্র খুলে বসেছেন। তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশে বলেন, অন্যদের পরামর্শ থেকে বিরত থেকে সড়কের দিকে তাকান, গণপরিবহনের দিকে তাকান। কারণ গণপরিবহনের নৈরাজ্যের দায়, সড়কে হাজার হাজার মানুষের মৃত্যুর দায় আপনি এড়াতে পারবেন না।’ রিজভী বলেন, ‘গতকালও সড়কে ২০ জন মারা গেছে। এ ছাড়া সড়ক-মহাসড়কে দুর্ভোগে মানুষের জীবন এখন ওষ্ঠাগত। মৃত্যুশোকে স্বজনরা আহাজারি করছে।’

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘গায়েবি’ মামলারও প্রতিবাদ জানান রিজভী আহমেদ। তিনি বলেন, ‘সারা দেশে থানায় থানায় পুলিশি নিপীড়ন আরও বৃদ্ধি পেয়েছে। সারা দেশে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে যেসব গায়েবি মামলা দায়ের করা হয়েছিল, সেসব মামলায় চার্জশিট  দেওয়ার নাম করে ব্যাপক বাণিজ্য চলছে। বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে। অন্যদিকে, হাজার হাজার নেতা-কর্মী কারাগারে বন্দী।’

তিনি বলেন, ‘মিডনাইট ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে পুলিশদের বলেছেন দ্রুত মামলার নিষ্পত্তি করতে। প্রধানমন্ত্রীর এই নির্দেশ পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে বেপরোয়া হয়ে গেছে। সারা দেশে থানায় থানায় পুলিশি নিপীড়ন আরও বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, হাজার হাজার নেতা-কর্মী যারা কারাগারে বন্দী আছেন, আদালত থেকে জামিন লাভের পর তাদের আবার শ্যোন অ্যারেস্টের নামে হয়রানি ও অর্থ আদায় করা হচ্ছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর