বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এলডিপির বাবুল এখন আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান প্রার্থী

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

বিভিন্ন রাজনৈতিক দল থেকে সুবিধা নিয়ে সম্প্রতি আওয়ামী লীগে যোগ দেওয়া আলোচিত জিয়াউল হক বাবুল এখন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী। বিষয়টি চট্টগ্রামের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। জানা যায়, বাবুলের রাজনীতির হাতেখড়ি জাতীয় পার্টির মাধ্যমে। এরপর বিএনপি হয়ে এলডিপি। মাঝে জামায়াতের সমর্থন নিয়ে হন ইউনিয়ন পরিষদ ও উপজেলা চেয়ারম্যান। বর্তমানেও তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি। কারণ এলডিপি থেকে পদত্যাগ না করেই ১৫ জানুয়ারি স্থানীয় এমপি আবু রেজা নদভীর হাত ধরে আওয়ামী লীগে যোগ দেন। আর যোগদানের ২০ দিনের মাথায় তৃণমূলের মতামত উপেক্ষা করে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে তার নাম প্রস্তাব করে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। শোক দিবসের অনুষ্ঠানে হামলাকারী হিসেবে অভিযুক্ত ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের একসময়ের আতঙ্ক বাবুলকে একক উপজেলা চেয়ারম্যান প্রার্থী করায় ফুঁসছে তৃণমূল নেতা-কর্মীরা।

অবশ্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘লোহাগাড়ায় আওয়ামী লীগের শক্তিশালী কোনো প্রার্থী নেই। তাই জিয়াউল হক বাবুলের নাম একক প্রার্থী হিসেবে জেলা থেকে কেন্দ্রে পাঠানো হয়।’

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী বলেন, ‘জিয়াউল হক বাবুলের নেতৃত্বে ১৫ আগস্ট শোক দিবসে হামলা ও কাঙালি ভোজের খাবার লুটসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে অসংখ্যবার। তিনি একসময় আওয়ামী লীগ নেতা-কর্মীদের কাছে আতঙ্ক ছিলেন। চট্টগ্রামের শীর্ষ এই চোরাকারবারি আওয়ামী লীগে যোগদানের ২০ দিনের মাথায় দলের একক প্রার্থী হিসেবে কেন্দ্রে নাম প্রস্তাব করায় সবাইকে অবাক করেছে। এ বিষয়ে দলের হাইকমান্ডকে অভিযোগ আকারে জানানো হয়েছে।’

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুচ্ছাফা চৌধুরী বলেন, ‘উপজেলার বর্ধিত সভায় শক্তিশালী তিন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। কিন্তু যার নাম কেন্দ্রে পাঠানো হয়েছে তিনি আওয়ামী লীগের কেউ নন।’

দক্ষিণ জেলা এলডিপির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী বলেন, ‘জিয়াউল হক বাবুল এলডিপি থেকে পদত্যাগ করেননি। তিনি এখনো লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতির দায়িত্ব পালন করছেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর