বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রস্তুত টঙ্গী ইজতেমা ময়দান

মুসল্লিরা প্রবেশ শুরু করবেন আজ রাতেই

আফজাল, টঙ্গী

টঙ্গী তুরাগ নদের তীরে আগামী শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাবলিগ জামাতের মহাসম্মেলন বিশ্ব ইজতেমা। আগামী ১৫ ফেব্রুয়ারি শুক্রবার শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি সোমবার শেষ হবে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমা। ইজতেমা উপলক্ষে পুরো ময়দান প্রস্তুত রয়েছে। আজ বুধবার রাতে মুসল্লিরা ময়দানে প্রবেশ শুরু করবে। আনুষ্ঠানিকভাবে শুক্রবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার থেকেই বয়ান শুরুর কথা রয়েছে। ময়দানে স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে টঙ্গীতে বিশ্ব ইজতেমা তিন দিন করে দুই পুর্বে অনুষ্ঠিত হয়ে আসছিল। জোবায়ের ও সা’দ গ্রুপের মতবিরোধের কারণে এবার একপর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তবে দুই ভাগে আখেরি মোনাজাত হবে। যেহেতু উভয় পক্ষকে দুই দিন করে ইজতেমা করার সিদ্ধান্ত হয়েছে, সেহেতু প্রথমে জোবায়ের অনুসারীরা একদিন আগে বৃহস্পতিবার থেকেই বয়ান শুরু করে শনিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ করে বিদায় নেবেন। আগত মুসল্লিদের সেবায় গাজীপুর সিটি করপোরেশন, পুলিশ, র‌্যাব, বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন প্রতিষ্ঠান ২৪ ঘণ্টা সেবা দেবে। বিশ্ব ইজতেমা ময়দানের মুরব্বি জোবায়ের অনুসারী ডা. শাহাবুদ্দিন বলেন, আলমি সূরা (বিশ্ব সূরা) কমিটির অধীনে বাংলাদেশের ওলামাদের আস্থাভাজন কাকরাইলে ওলামা মাওলানা জোবায়ের সাহেবের পক্ষে বিশ্ব ইজতেমা বৃহস্পতিবার সকালে আমবয়ানের মধ্যে শুরু হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর