শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রংপুরে হঠাৎ বেড়েছে ধর্ষণ

অভিযুক্তের অধিকাংশই শিক্ষক, ধর্ষিতার তালিকায় শিশুও

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে হঠাৎ বেড়েছে ধর্ষণ

রংপুর বিভাগের আট জেলায় গত ২০ দিনে অন্তত ১২টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মূল অভিযুক্তরা অধিকাংশই সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক। ধর্ষণ করা হয়েছে পাঁচ বছরের শিশু থেকে ২৩ বছরের তরুণীকে। ধর্ষণের অভিযোগে জিয়াউর রহমান, শহিদুল ইসলাম, বেলজিয়াম মিয়া, জহুরুল ইসলামসহ এ পর্যন্ত ৬ শিক্ষককে আটকও করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভয়াবহ নৈতিক অবক্ষয়ের কারণেই শিক্ষকদের মধ্যে ধর্ষণের প্রবণতা বাড়ছে। অনুসন্ধানে পাওয়া তথ্য মতে, সবশেষ ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে গত শনিবার দুপুরে রংপুরের কুতুবপুর ইউনিয়নের অরুন্নেসা এলাকায়। শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে ৮ ফেব্রুয়ারি রাতে রংপুরের হারাগাছের সারাই ইউনিয়নের কাচু বকুলতলা এলাকায় দশম শ্রেণির ছাত্রীকে শোয়ার ঘরের সিধ কেটে সাবেক প্রেমিক বিপ্লবের নেতৃত্বে অপহরণ করে পাশের বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়। ৭ ফেব্রুয়ারি রংপুর মহানগরীর জলকর এলাকার উষা আইডিয়াল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষককে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে জুতাপেটা করে পুলিশে দেন অভিভাবকরা। একই দিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে লালমনিরহাটের চাকলারহাটের অরণ্য স্কুল অ্যান্ড কলেজ ডে-নাইট কেয়ারের প্রতিষ্ঠাতা আঞ্জুনুল হক সরকার মিন্টুর বিরুদ্ধে থানায় মামলা হয়। তার বিরুদ্ধে এক ছাত্রীকে ৫ ফেব্রুয়ারি নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গত ১ ফেব্রুয়ারি সকালে কুড়িগ্রামের থানাহাট পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমানকে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করে পুলিশ। ২ ফেব্রুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালতলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে তার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করে পুলিশে। পুলিশের তদন্ত মতে, সন্ধ্যার পরে প্রাইভেট পড়ানোর কথা বলে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে আসছিল শিক্ষক। অন্যদিকে একইদিন নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘনপাড়া গ্রামের এক শিশুকে ধর্ষণ করে একই গ্রামের কাল্টু মামুদ (৫০)। নীলফামারী সদর আধুনিক হাসপাতালে তাকে  চিকিৎসা দেওয়া হচ্ছে। ৩ ফেব্রুয়ারি দিনাজপুর শহরের রামনগর হিরাহার এলাকায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করে রামনগর ইন্দারমোড় এলাকার যুবক আকাশ। ৮ ফেব্রুয়ারি গাাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলজিয়াম মিয়াকে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। গাইবান্ধা সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অমিত পার্থ দাসের বিরুদ্ধে ২৬ জানুয়ারি কলেজের ৫ ছাত্রীকে যৌন হয়রানির বিষয়ে অভিযোগ ওঠে। ৩১ জানুয়ারি দিনাজপুর শহরের রামনগর এলাকায় দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক মেয়েকে ধর্ষণ করে প্রাইভেট শিক্ষক তৌহিদুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তি। পুলিশ তাকে আটক করেছে। ২০ জানুয়ারি দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে স্বামী পরিত্যক্তা তরুণীকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ফিরোজ (২৪) নামের যুবককে আটকও করে পুলিশ। এ ব্যাপরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ বলেন, ব্যক্তি ও পারিবারিক জীবনে নীতি-নৈতিকতার চর্চা না থাকার কারণে এবং শিক্ষার প্রকৃত আলো নিজেদের ভিতরে না থাকায় কিছু মানুষ এখনো সার্টিফিকেটনির্ভর শিক্ষিত হয়ে আছে। এদের মধ্যে এখনো মানবিকতা ও মানবতা জেগে ওঠেনি। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক আরও বলেন, সরকার স্পেশাল ট্রাইব্যুনালে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি দৃশ্যমান করার ব্যবস্থা না করলে ভয়াবহ এ পরিস্থিতি উত্তরণের কোনো উপায় থাকবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর