বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইজতেমার গাড়ি চলাচলে পুলিশের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্বে এবং ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্বে ঢাকার অদূরে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। রাজধানীর উত্তরা থেকে টঙ্গী এলাকায় বিপুলসংখ্যক মানুষের যাতায়াত নির্বিঘœ করতে ঢাকা  মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যান চলাচলে নির্দেশনা ও পার্কিংয়ের জন্য কিছু স্থান নির্ধারণ করেছে। এর মধ্যে রেইনবো ক্রসিং থেকে আব্দুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত এবং রামপুরা ব্রিজ থেকে প্রগতি সরণি পর্যন্ত রাস্তা ও রাস্তার পাশে কোনো যানবাহন পার্কিং করা যাবে না। ইজতেমায় আগত মুসল্লিদের যানগুলো নির্ধারিত স্থানে পার্কিং করবেন। এর মধ্যে গাউসুল আজম এভিনিউতে (উত্তরা ১৩ নম্বর সেক্টর রোডের পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত হয়ে গরিবে নেওয়াজ  রোড) চট্টগ্রাম বিভাগ, সোনারগাঁও জনপথ চৌরাস্তা থেকে দিয়াবাড়ী খালপাড় পর্যন্ত ঢাকা বিভাগ, উত্তরার ১৫ নম্বর সেক্টর খালপাড় হতে দিয়াবাড়ী গোলচত্বর পর্যন্ত সিলেট বিভাগ, উত্তরার ১৭ ও ১৮ নম্বর  সেক্টরের খালি জায়গা (প্রধান সড়কসহ) খুলনা বিভাগ, প্রত্যাশা হাউজিংয়ে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ, ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশনে বরিশাল বিভাগ ও উত্তরার শাহজালাল এভিনিউ, নিকুঞ্জ-১ এবং নিকুঞ্জ-২ এর আশপাশের খালি জায়গায় থাকবে ঢাকা মহানগরী এলাকার গাড়ির পার্কিং। এ ছাড়া আখেরি মোনাজাতের দিন ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে মহাখালী ক্রসিং,  হোটেল র‌্যাডিসন গ্যাপ, প্রগতি সরণি, কুড়িল ফ্লাইওভারের নিচে লুপ-২, ধউর ব্রিজ, বেড়িবাঁধ সংলগ্ন উত্তরা ১৮ নম্বর সেক্টরের প্রবেশ মুখ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

এ সময় আব্দুল্লাহপুরগামী যানবাহনগুলো আব্দুল্লাহপুর না এসে ধউর ব্রিজ ক্রসিং দিয়ে ডানে মোড় নিয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে। মহাখালী বাস টার্মিনাল থেকে আব্দুল্লাহপুরগামী আন্তজেলা বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সব ধরনের যানবাহন মহাখালী ক্রসিংয়ের বামে মোড় নিয়ে বিজয় সরণি-গাবতলী দিয়ে চলাচল করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর