বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

রপ্তানি বাড়াতে ইন্দোনেশিয়ার সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি। গতকাল সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিজ রিনা সিওমার্নোর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। ইন্দোনেশিয়াও চায় বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে। উভয় দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি করতে প্রিফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) স্বাক্ষরের কার্যক্রম চলছে। মন্ত্রী বলেন, ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশের চামড়াজাত পণ্য, ওষুধ, তৈরি পোশাকসহ অনেক পণ্য রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজ লাগাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

দুই দেশের মধ্যে যে ভিসা জটিলতা রয়েছে তাও নিরসন করা হবে বলে টিপু মুন্শি জানান।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ইন্দোনেশিয়ার বন্ধুরাষ্ট্র। উভয় দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। ইন্দোনেশিয়া বাংলাদেশে বিদ্যুৎ খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ইন্দোনেশিয়ার পর্যটকরা বাংলাদেশ আসতে চান। এজন্য ভিসা জটিলতা নিরসন করা প্রয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর