শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

লেনদেন বেড়েছে ২০০ কোটি টাকার বেশি

শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। সপ্তাহের শেষ দিন গতকাল দেশের উভয় বাজারের সূচক সামান্য বেড়েছে। আর টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩১১ পয়েন্টে। এদিন ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯৯৯ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে বেড়েছে। এদিন ৯৩২ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৭১২ কোটি ৬৫ লাখ টাকার। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২২০ কোটি টাকা বেড়েছে। এদিকে ডিএসইতে ৩৪৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬০টির বা ৪৬ শতাংশের, কমেছে ১৪৮টির বা ৪৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির বা ১১ শতাংশের। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির ৭৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৯ কোটি ৬৩ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ইউনাইটেড পাওয়ার এবং ২০ কোটি ৬১ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।

টপ টেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে নূরানী ডাইং, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, প্যারামাউন্ট টেক্সটাইল, এস কে ট্রিমস, মুন্নু সিরামিক, গ্লোবাল ইন্স্যুরেন্স ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৯৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ২৭০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আর ৩৪ কোটি ১৩ লাখ ২১ হাজার ৬৩১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর