শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিএনপি-জামায়াতের কোনো রাজনৈতিক ইস্যু নেই : হানিফ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াতের সামনে এখন রাজনৈতিক কোনো ইস্যু নেই। জাতির কাছে বলার মতো তাদের কিছুই নেই। গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, যারা একাত্তরের দোসর, তারা আবার নতুনভাবে ষড়যন্ত্র করছে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অকারণে অহেতুক বিতর্ক তুলে আবার দেশের মধ্যে একটি অস্থিরতা তৈরির চক্রান্ত করছে। তিনি বলেন, যারা ক্ষমতায় থাকতে দেশকে কিছু দিতে পারেনি, ক্ষমতায় থাকতে যারা দেশকে দুর্নীতিবাজ ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল, ক্ষমতার বাইরে থেকেও যারা  দেশের উন্নয়ন কর্মকা-কে বাধাগ্রস্ত করেছিল, সেসব রাজনীতিবিদই তাদের অস্তিত্ব রক্ষা করতে এখন নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন।

আলোচনা সভায় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান  মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াজ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর