শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শেখ হাসিনা সেনানিবাসের নতুন ৮ ইউনিট উদ্বোধন করলেন সেনা প্রধান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দেশের সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের ঐক্যবদ্ধ থেকে যে কোনো অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল সকালে বরিশালের শেখ হাসিনা সেনানিবাসে ৮টি নতুন ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের বিশ্বাস ও ভরসার প্রতীক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাংবিধানিক এবং পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী বলিষ্ঠ ভূমিকা পালন করছে। অচিরেই বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর সেরা সেনাবাহিনীতে পরিণত হবে বলে আশা করেন তিনি। এর আগে সেনাপ্রধান শেখ হাসিনা সেনানিবাসে পৌঁছলে ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. রাশেদ আমিন তাকে অভ্যর্থনা জানান। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সেনানিবাসে ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ২৩ আর ই ব্যাটালিয়ন, ৪১ বীর, অর্ডন্যান্স ডিপো বরিশাল, ৭ এম পি ইউনিট, ১২৩ ব্রিগেড সিগন্যাল কোম্পানি, এস এস ডি বরিশাল এবং ৭ এফ আই ইউ ইউনিটের উদ্বোধন করেন সেনাপ্রধান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর