শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ফেসবুকে তথ্য চট্টগ্রামে ফার্মেসিতে অভিযান!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ওষুধের গায়ে লেখা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পত্তি, ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ’। কিন্তু এই দণ্ডনীয় অপরাধ করেই যাচ্ছে অসাধু কিছু ওষুধ ব্যবসায়ী। আর এমন একটি ফার্মেসি থেকেই এবার উদ্ধার করা হয়েছে ১৫ ধরনের ১১ হাজার ৫২টি ওষুধ। ফেসবুকের মাধ্যমে তথ্য পেয়ে বুধবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার মেখল রোডের নিউ মেডিসিন হাউস নামের একটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করে ওষুধগুলো জব্দ করা হয়। হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় মালিককে পাওয়া না যাওয়ায় ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়। মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘বুধবার সন্ধ্যায় সরকারি বিনামূল্যে বিতরণের ওষুধ ফার্মেসিতে বিক্রি হচ্ছে বলে ফেসবুকের মাধ্যমে জানতে পারি। পরে রাত ৯টার দিকে ওই ফার্মেসিতে গিয়ে সরকারি ওষুধ বিক্রির বিষয়টির প্রমাণ পাই।’ তিনি বলেন, ‘সরকারি হাসপাতাল থেকে কারা ওষুধ সরবরাহ করছে তার মূল উৎসের আমরা অনুসন্ধান শুরু করেছি। অনুসন্ধানে সত্যতা পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর