শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন

-আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি যে অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছে সেটি ভিত্তিহীন। নির্বাচন সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। এটাই হচ্ছে সত্য। বিএনপিকে এই সত্যটা মেনে নিতে হবে। গতকাল সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ট্রাম্প প্রশাসনকে কংগ্রেসম্যানদের চিঠি দেওয়া প্রসঙ্গে, আনিসুল হক বলেন, যারা এ চিঠি দিয়েছেন, বাংলাদেশ সম্পর্কে আরও তথ্য উপাত্ত সংগ্রহ করে তাদের চিঠি লেখা উচিত ছিল। এর আগে তিনি সকালে ঢাকা থেকে ট্রেনে আখাউড়া স্টেশনে পৌঁছালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক মো. আবুল কাসেম, মো. সেলিম ভূঁইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।

পরে মন্ত্রী কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিসুল হক ভূঁইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাওছার ভূঁইয়া, এম জি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন।

ওই মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল কাওছার ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনির হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারহানা ছিদ্দিকীকে পরিচয় করিয়ে দেন তিনি।

সভায় মন্ত্রী বলেন, শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। তার সরকারের আমলেই দেশের উন্নয়ন হয়। দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করতেই একটি মহল উঠেপড়ে লেগেছে। তার নির্বাচনী এলাকা কসবা-আখাউড়ার প্রত্যেকটি গ্রামে মতবিনিময় করবেন। চন্দ্রপুর গ্রামের এ মতবিনিময় সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন।

সর্বশেষ খবর