শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজু মিয়া (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-২। এ সময় ৪টি মোবাইলফোন ও প্রতারণার কাজে ব্যবহার করা ভুয়া রেজিস্ট্রেশনে থাকা ১২টি সিম জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি গাইবান্ধা সদরের কুটিপাড়ায়। 

গতকাল র‌্যাব-২ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজু দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইলফোনের ব্যক্তিগত নম্বর থেকে কল করে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু জানায়, দীর্ঘ দিন ধরে সে দুদক কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের ফোন দিতেন। এ সময় বলতেনÑ দুর্নীতির মামলা হবে বা মামলার তদন্ত চলছেÑ এমন ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় ও হয়রানি করতেন। আগেই তিনি টেলিফোন ডিরেক্টরি থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নাম-ঠিকানা সংগ্রহ করে রাখতেন।

সর্বশেষ খবর