শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু

কলকাতা প্রতিনিধি

কলকাতায় শুরু হয়েছে তিন দিনের বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। গতকাল বিকালে নন্দন-২ প্রেক্ষাগৃহে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) মহাপরিচালক রীভা গাঙ্গুলী, কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনার তৌফিক হাসান, পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেব, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা ফেরদৌস, অভিনেত্রী জয়া আহসান প্রমুখ।

বক্তব্য রাখতে গিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, ‘আমাদের ভাষা-সংস্কৃতি যেখানে এক, সেখানে শুধুমাত্র রাজনৈতিক সীমারেখা বা আমলাতান্ত্রিক জটিলতা কোনো শিল্পকর্ম, সংস্কৃতিকে বিভক্ত করতে পারে না।’ তাঁর অভিমতÑ ‘দুই দেশ আলাদা হলেও সংস্কৃতির মধ্যে কোনো সীমারেখা থাকা উচিত নয়। কোনো ধরনের বিভাজন ছাড়াই আমাদের দুই বাংলার সংস্কৃতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুই দেশের সরকারকেই একযোগে কাজ করতে হবে।’ গৌতম দেবের অভিমতÑ ‘দুই বাংলার সংস্কৃতি, খাদ্যাভ্যাস, ঐতিহ্য এক। দুই দেশের মধ্যে একটা কাঁটাতার আছে বটে কিন্তু দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান হলে এই বিভেদ কেটে যাবে।

 এ ব্যাপারে দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের অনবরত প্রচেষ্টা চালানো হচ্ছে।’

সর্বশেষ খবর