রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

উপজেলায় বিএনপির কেউ প্রার্থী হলেই বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বলে বিএনপি কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত নিয়েছে তা পালনে বদ্ধপরিকর চট্টগ্রাম বিএনপি। তারই আলোকে আসন্ন উপজেলা নির্বাচনে চট্টগ্রামে বিএনপি কোনো প্রার্থী দিচ্ছে না। দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো পদবিধারী নেতা উপজেলা নির্বাচনে স্বতন্ত্র কিংবা অন্য দলের ব্যানারে প্রার্থী হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির দলীয় এই সিদ্ধান্তের কথা জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আন্দোলনের অংশ হিসেবে আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বর্তমান নির্বাচন কমিশনের চেহারা দেখেছি। তাদের যে ‘একচোখা’ নীতির নির্বাচন এ দেশের জনগণ ও বিশ্ববাসী প্রত্যক্ষ করেছেনÑ তাতে তাদের অধীনে আর কোনো নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না বিএনপির। যতক্ষণ না পর্যন্ত নির্বাচনে স্বাধীন ভোটাধিকার প্রয়োগের পরিবেশ ফিরে আসে, ততক্ষণ বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না। চট্টগ্রামের কেউ যদি এর ব্যত্যয় ঘটায়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় সিদ্ধান্ত রয়েছে।’

সর্বশেষ খবর