রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
আলোচনা সভায় অভিমত

প্রয়োজনীয় উদ্যোগের অভাবে পর্যটনশিল্পের বিকাশ ঘটছে না

নিজস্ব প্রতিবেদক

সাগর-নদী-পাহাড়-বনের বাংলাদেশে পর্যটনশিল্পের অপার সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় উদ্যোগ না থাকায় এ শিল্পের বিকাশ ঘটছে না। অথচ পৃথিবীর বহু দেশ কেবল পর্যটনশিল্পের আয়েই উন্নতির শিখরে পৌঁছেছে। কিন্তু বাংলাদেশে এ খাত এখনো অবহেলিত। সেজন্য পর্যটন খাতের বিকাশে প্রয়োজন যথাযথ উদ্যোগ। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ‘পর্যটনশিল্পের বিকাশ, উন্নয়ন ও নিরাপদ ভ্রমণে আমাদের করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করে ‘ট্যুরিস্ট হ্যাভেন বাংলাদেশ’ নামে একটি প্রতিষ্ঠান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বদরুজ্জামান ভূইয়া। অনুষ্ঠানটির উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জাহাঙ্গীর খান বাবুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদুল হক, ট্যুরিস্ট পুলিশের এসপি ড. আশরাফুর রহমান, ডিএমপির উপসহকারী কমিশনার (এডিসি) মাহফুজা আক্তার, হোটেল ইন্টারকন্টিনেন্টালের মানবসম্পদ বিভাগের প্রধান সায়েকা হক প্রমুখ।

সর্বশেষ খবর