রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কেমিক্যাল গোডাউনে অভিযান এ সপ্তাহেই

সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, পুরান ঢাকার কেমিক্যাল গোডাউনগুলোতে চলতি সপ্তাহেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। ঝুঁকিপূর্ণ নয় এমন কেমিক্যাল ছাড়া কেউ ব্যবসা করতে পারবেন না। গতকাল দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। সাঈদ খোকন বলেন, অভিযানের সময় ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গোডাউনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কড়াইল বস্তি, গুলশানের সিটি করপোরেশন মার্কেটসহ বেশ কয়েকটি অগ্নিকান্ডের পর সাধারণ মানুষের পক্ষ থেকে নাশকতার অভিযোগ পাওয়া গেছে। কিন্তু সেসব ঘটনায় তদন্ত কমিটি কিংবা মামলা হলেও বিষয়গুলো সুরাহা হয়নি। অগ্নিকা-ের কারণও জানা সম্ভব হয়নি। এসব অগ্নিকান্ডের ঘটনা যদি ক্রাইম হয়ে থাকে, তাহলে আমরা একটা ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা, অনুরোধ বা আহ্বান জানাবথ- আপনারা অন্তত একটি ক্রাইমের দৃষ্টান্তমূলক শাস্তি দিন।

গোলটেবিল বৈঠকের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান। এ সময় তিনি অগ্নিকান্ডের চ্যালেঞ্জ ও প্রতিরোধে করণীয় সম্পর্কিত বিভিন্ন দিক তুলে ধরেন।

সর্বশেষ খবর