সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
কাজী আরেফ স্মরণসভা

ঘাতক দালালদের নির্মূল করতে পারিনি : মেনন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, স্বাধীনতাবিরোধী ঘাতক-দালালদের নির্মূল করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফের ভূমিকা ছিল অন্যতম। যুদ্ধাপরাধীদের বিচার চললেও আমরা আজও ঘাতক-দালালদের নির্মূল করতে পারিনি। ওদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। গতকাল রাজধানীর শিশু কল্যাণ পরিষদে বাংলাদেশ জাসদ আয়োজিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদসহ জাসদ নেতৃবৃন্দের ২০তম হত্যাবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাশেদ খান মেনন বলেন, জামায়াতে ইসলামীর নেতাদের বহিষ্কার এবং পদত্যাগ নতুনরূপে জামায়াত গঠনের চক্রান্ত কি-না তা খতিয়ে দেখতে হবে। শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে সভায় জাসদ নেতা মঈনুদ্দীন খান বাদল এমপি, নাজমুল হক প্রধান এমপি, ১৪ দলের নেতা নুরুর রহমান সেলিম, এস কে শিকদার, জাসদ নেতা মো. খালেদ, পার্থ সারথী চক্রবর্তী, আবদুল কাদের হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর