সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আর নেই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আর নেই

প্রবীণ রাজনীতিবিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বগুড়া জেলার সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ মমতাজ উদ্দিন (৭৮) আর নেই। গতকাল ভোরে বগুড়া শজিমেক হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সন্ধ্যায়  অসুস্থবোধ করলে তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৩টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই ভোর ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বগুড়ায় স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী মমতাজ উদ্দিন ছিলেন সিআইপি, বগুড়া চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক। গতকাল বাদ জোহর শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে প্রথম জানাজা, বাদ আসর মানিকচক হাইস্কুলে দ্বিতীয় জানাজা শেষে সদর উপজেলার শাখারিয়া ইউপির কদিমপাড়া গ্রামে বাবা-মা’র কবরের পাশে তাকে দাফন করা হয়। মমতাজ উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বগুড়ার রাজনৈতিক নেতারা। তার মৃত্যুতে বগুড়ায় শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো দেখতে মানুষের ঢল নামে শহরের কালীতলা কাটনারপাড়ার বাসভবনে। এর আগে দুপুর ১২টার দিকে শ্রদ্ধা নিবেদনের জন্য মমতাজ উদ্দিনের মরদেহ বগুড়া প্রেস ক্লাবে এবং  পরে শহরের টেম্পল রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে রাখা হয়। বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে প্রথম জানাজায় হাজার হাজার মানুষ শরিক হয়। জানাজা শেষে মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শোকসন্তপÍ পরিবারের প্রতি সমবেদনা জানান। জানাজার আগে বক্তব্য রাখেন মরহুমের ছেলে বগুড়া চেম্বার অব কমার্স সভাপতি মাসুদুর রহমান মিলন। জানাজায় অংশগ্রহণ করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য আবদুল মান্নান, আলহাজ হাবিবর রহমান, জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম প্রমুখ। এ ছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর