সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সহজ শর্তে গৃহঋণ দেবে আইপিডিসি

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী সহজ শর্তে ‘ভালো বাসা’ নামের গৃহঋণ সুবিধা চালু করেছে অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি। মাসিক ন্যূনতম আয় ২০ হাজার টাকা হলেই যে কেউ এই  ঋণের জন্য আবেদন করতে পারবেন। পরিশোধের সর্বোচ্চ সময়সীমা ২৫ বছর পর্যন্ত। একজন গ্রাহক কত টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন, তা মূলত নির্ভর করবে তার আয় ও সম্পত্তির মূল্যমানের ওপর। ঋণ পরিশোধ ক্ষমতা যাচাইয়ের ক্ষেত্রে গ্রাহকের আয় সংক্রান্ত প্রয়োজনীয় প্রমাণাদি ও স্থাবর সম্পত্তির অর্থমূল্য বিবেচনা করা হবে। এক্ষেত্রে একজন গ্রাহক সম্পত্তির মূল্যমানের সর্বাধিক ৯০ ভাগ পর্যন্ত ঋণ পেতে পারেন। ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার জমিগুলো ‘ভালো বাসা’ গৃহঋণের আওতার বাইরে থাকবে। অ্যাপার্টমেন্ট ক্রয়, নিজস্ব ও ব্যবসার স্বার্থে গৃহনির্মাণ, গৃহ ও ব্যবসা প্রতিষ্ঠান পুনর্নির্মাণের প্রয়োজনে ঋণসুবিধাসহ আরও অনেক সুবিধা নিয়ে সাজানো হয়েছে ‘ভালো বাসা’ গৃহঋণ সুবিধা। এ বিষয়ে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি এবং সিইও মমিনুল ইসলাম বলেন, ‘অনেক সময় নিজের শহরে স্বপ্নের বাড়িটি নির্মাণে বাধা হয়ে দাঁড়ায় অর্থ। সেই বাধা উপেক্ষা করে সাধ আর সাধ্যকে মিলিয়ে নিজ শহরেই আপন ঠিকানা নির্মাণ করতে আইপিডিসি গ্রাহকদের জন্য এই সাশ্রয়ী গৃহঋণ সুবিধাটি নিয়ে এসেছে। আইপিডিসি স্বল্প সময়ের মধ্যে ঋণ অনুমোদন করে থাকে। উল্লেখ্য, দেশের প্রাইভেট খাতের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড (পূর্বে ‘ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড’ নামে পরিচিত ছিল) ১৯৮১ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে এ প্রতিষ্ঠান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর