বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অতিরিক্ত ৪ শতাংশ চাঁদা কর্তন বাতিল দাবি শিক্ষক-কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত ৪ শতাংশ চাঁদা প্রদানের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম। গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল  হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। একই সঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সভাপতি সাইদুল হাসান সেলিম। তিনি বলেন, এর আগে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ৬ শতাংশ টাকা কর্তন করা হলেও সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে  ঘোষণা করা হয়েছে যে, ১ জানুয়ারি হতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের মূল বেতন হতে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের জন্য কারিগরি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন থেকে ১০ শতাংশ চাঁদা কর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 শিক্ষকদের সঙ্গে কোনোরূপ আলোচনা ব্যতীত, কোনোরূপ বর্ধিত সুবিধা না দিয়ে অতিরিক্ত কর্তনের প্রজ্ঞাপন জারি করা অমানবিক ও জুলুম। এ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান তিনি। এ ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা না এলে কঠোর আন্দোলনের হুমকি দেন শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে আয়োজক ফোরামের মহাসচিব আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর