বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শহীদ মিনার ঘিরে থাকবে চার স্তরের নিরাপত্তাবলয়

বিশেষ প্রতিনিধি

শহীদ মিনার ঘিরে থাকবে চার স্তরের নিরাপত্তাবলয়

একুশে ফেব্রুয়ারি সামনে রেখে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে র‌্যাব ডগস্কোয়াড দিয়ে তল্লাশি চালায়। বাংলাদেশ প্রতিদিন

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নির্বিঘœ করতে কেন্দ্রীয় শহীদ মিনারসহ ঢাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে থাকবে চার স্তরের নিরাপত্তা বলয়। ওই দিন সামর্থ্যরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।

গতকাল দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ পৃথক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন।

বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা দেখতে যান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর