বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলার শুনানি পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৩ মার্চ ধার্য করেছে আদালত। গতকাল মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য থাকলেও কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে হাজির করেনি। পরে মামলার কার্যক্রম মুলতবি করে আদেশ দেন ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান। রাজধানীর নাজিমউদ্দীন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারের একটি কক্ষে স্থাপিত অস্থায়ী এজলাসে মামলাটির বিচার চলছে। দুই দুর্নীতি মামলায় দ-িত হওয়ায় এই কারাগারের অন্য একটি কক্ষে খালেদা জিয়াকে বন্দী রাখা হয়েছে। গতকাল বেলা ১২টার পর এজলাসে ওঠেন বিচারক। এ সময় খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেন, খালেদা জিয়াকে আদালতে আনা হয়নি। তিনি শারীরিকভাবে অসুস্থ। আদালত এ সময় কারা কর্তৃপক্ষের কাছে জানতে চান, খালেদা জিয়া কোথায়? এ সময় এজলাসে উপস্থিত কারা কর্তৃপক্ষের প্রতিনিধি আদালতকে জানান, ‘খালেদা জিয়া ঘুমাচ্ছেন। তাই তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।’ এ সময় বিচারক বলেন, ‘একজন আসামি অনুপস্থিত থাকায় অভিযোগ গঠন আজ (বুধবার) সম্ভব নয়।’

বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা এ সময় বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ। এ জন্য ঘুম থেকে উঠতে পারেননি।’ খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

পরে বিচারক নাইকো দুর্নীতি মামলার পরবর্তী অভিযোগ গঠনের শুনানি ৩ মার্চ ধার্য করেন।

সর্বশেষ খবর