বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আগুনের ঝুঁকিতে ঢাকার ৯৮ ভাগ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান বলেছেন, ঢাকার ৯৮ ভাগ হাসপাতাল আগুনের ঝুঁকিতে রয়েছে। ২০১৭ সালের এক জরিপে ৬২৩ হাসপাতালে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যাচাই করে এ তথ্য পান তারা। গতকাল সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরে ‘হাসপাতালের অগ্নি নিরাপত্তা ব্যবস্থার উন্নতি’ শীর্ষক মতবিনিময় সভায় এসব   বলেন তিনি।  ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালে আগুনের ঘটনা ‘ওয়াক আপ কল’ ছিল। বেশিরভাগ হাসপাতালে আগুন লাগলে রোগী ও স্বজনরা কীভাবে বের হবেন তা জানেন না। অনেক হাসপাতালে স্টোরেজ সিস্টেম ঠিক নেই। হাসপাতালে রোগী নির্গমণ ব্যবস্থা একেবারে নাজুক। ফায়ার সার্ভিস প্রতিনিয়ত ঝুঁকি পর্যালোচনা করে সে অনুযায়ী করণীয় ও সুপারিশ করে আসছে।

তিনি বলেন, হাসপাতাল পরিচালনার জন্য বিশেষ স্থাপনা প্রয়োজন হয়। সেখানে অগ্নি নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। দুর্বল হাউসকিপিং, কারপার্কিং, রান্নাঘর, বয়লার হাসপাতালে আগুনের ঝুঁকি বাড়ায়। নিয়মিত অগ্নি-দুর্ঘটনা বিষয়ে হাসপাতালে কর্মীদের মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত ফায়ার ফাইটিং মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে। আর অগ্নিনির্বাপক যন্ত্র চালানো শিখে রাখলে শুরুর ৩০ মিনিট নিজেরা অগ্নি-দুর্ঘটনা মোকাবিলা করতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর