বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

গ্যাস পাইপ লিক হয়ে বাসে আগুন, দগ্ধ ১৫

নিজস্ব প্রতিবেদক

গ্যাস পাইপ লিক হয়ে রাজধানীর মিরপুর রোডে একটি যাত্রীবাহী বাস ও পিকআপে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ৩টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ এবং আসাদগেটের মাঝে সানরাইজ প্লাজার সামনের এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী কমবেশী দগ্ধ হয়েছেন। খবর পেয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাস্তার নিচে থাকা গ্যাস পাইপ লিক হয়ে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোহাম্মদপুুর স্টেশনের আসাদগেট ইউনিটের ইনচার্জ পরিদর্শক সাব্বির আহমেদ বলেন, অগ্নিকান্ডের আগে তিতাসের লোকজন গ্যাস লাইনে কাজ করছিলেন। হয়তো কোনো ধরনের লিকেজ থেকে গ্যাস পুঞ্জিভূত হয়েছিল। গাড়ির উত্তাপ এবং বাতাসের কারণেই হয়তো লিকেজ হওয়া গ্যাসে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধদের ফায়ারের অ্যাম্বুলেন্সে করেই ঢাকা মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কেউ কেউ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সানরাইজ প্লাজার বিপরীতে মিরপুর রোডে একটি ম্যানহোলে শ্রমিকরা কাজ করছিলেন। কিছু সময় আগেই সেখানে তিতাসের লোকজন কাজ শেষ করে যান। যানজটের কারণে এই ম্যানহোলের ওপর এবং আশপাশে গাড়িগুলো বাধ্য হয়ে অনেকটা সময় ধরেই দাঁড়িয়ে থাকছিল। হঠাৎ করেই সায়েদাবাস গাবতলীগামী একটি বাসে এবং একটি পিকআপে আগুন ধরে যায়। পরে আগুন আতঙ্কে মিরপুর  রোডের এক পাশে প্রায় আধঘণ্টা ধরে যানচলাচল বন্ধ থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর