শিরোনাম
বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ব্যাংক খাত সংস্কারে ৬ দাবি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক

দেশের ব্যাংক খাত সংস্কারে ছয় দফা দাবি জানিয়েছে ঢাকা  চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস-ডিসিসিআই। প্রাচীন এই বাণিজ্য সংগঠনের ছয় দাবি হলো- ব্যাংকগুলোর ঘোষণা মোতাবেক সুদহার এক অঙ্ক বা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা, ঋণ সমন্বয় করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বাড়াতে সরকারের নীতি বাস্তবায়নে সহায়তা করা, স্বাধীন ব্যাংকিং কমিশন গঠন, বড় ঋণ পর্যবেক্ষণ করা, খেলাপি ঋণ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সরকারি ব্যাংকের সুশাসন নিশ্চিত করা। গতকাল মতিঝিলের চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান ডিসিসিআই সভাপতি ওসামা তাসীর। তিনি বলেন, ব্যাংকিং খাতে এখন সবচেয়ে বড় সমস্যা খেলাপি ঋণ। এই খেলাপি ঋণের কারণে ঋণগ্রহীতাদের এক শতাংশ বেশি সুদ দিতে হচ্ছে। তাই সুদহার কমাতে হলে নন-পারফরমিং লোন (এনপিএল) বা খেলাপি ঋণ কমানোর কোনো বিকল্প নেই।  তিনি বলেন, ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার কথা বিভিন্ন সভা-সমাবেশে বলে আসছে ব্যবসায়ী সংগঠনগুলো। একই অবস্থানে আছে ঢাকা চেম্বারও। শীর্ষ ঋণখেলাপিদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা বা থাকলে নেওয়া হবে কিনা- জানতে চাইলে ডিসিসিআই সভাপতি বলেন, সংগঠনের পক্ষ থেকে শীর্ষ ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তবে তাদের নৈতিক চাপ দেওয়া যেতে পারে।

সর্বশেষ খবর