শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নৌবাহিনীর সদস্য হত্যায় আটক ৩

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার ভান্তি গ্রামে মেহরাব হোসেন (২২) নামে নৌবাহিনীর এক সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে ডিবি পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। তারা হচ্ছেন স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন, সিএনজি অটোরিকশা চালক মনির ও মেহরাবের মরদেহটি পাওয়া স্থানের পানি তোলার মেশিন চালক হারুন। এদিকে গতকাল জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মেহরাবের মরদেহ সমাহিত করা হয়। তার আগে নৌবাহিনীর কর্মকর্তাদের একটি দল মেহরাবের লাশের উপর জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে গার্ড অব অনার প্রদান করে। নিহত মেহরাব ভান্তি গ্রামের প্রবাসী সফিকুল ইসলামের ছেলে। গত বছরের জানুয়ারিতে নৌ-বাহিনীতে নাবিক পদে যোগ দেন মেহরাব হোসেন। তিনি মা ও স্বজনদের দেখার জন্য বুধবার রাতে বাড়িতে আসার পথে কুমিল্লার আলেখারচর বিশ^রোড থেকে তার মাকে মোবাইল ফোনে জানান, বিশ^রোড থেকে সিএনজি অটো রিকশায় উঠেছেন। দেরি হওয়ায় মা ও বড় ভাইয়ের স্ত্রী তাকে খুঁজতে বের হন। ষোলনল ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামাল হোসেন জানান, রাত প্রায় ৩টার সময় জেলেদের নিয়ে তার পুকুর থেকে মাছ ধরতে যাওয়ার পথে গোমতী নদীর বাঁধে ২টি ব্যাগ দেখতে পান তিনি। তখন তার সঙ্গে থাকা মাছ ধরার শ্রমিকদের ব্যাগগুলো মসজিদে রেখে আসতে বলেন। তখনই নিহত মেহরাবের মা ও বড় ভাইয়ের স্ত্রী খুঁজতে-খুঁজতে তাদের দিকে আসে।

মেহরাবের মা এই ব্যাগ দেখে ছেলের বলে জানান। খোঁজাখোঁজির এক পর্যায়ে গোমতী নদীর পাড়ে মেহরাবের লাশ দেখতে পাওয়া যায়। বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ^াস জানান, সৈনিক মেহরাবকে দুর্বৃত্তরা গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যা করেছে। দুর্বৃত্তরা নিহতের মোবাইল, টাকা-পয়সাসহ অন্যান্য মালামাল লুটে নিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর