শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সব ব্যাংকের পরিশোধিত মূলধন হতে হবে ৫০০ কোটি টাকা

প্রতিদিন ডেস্ক

শুধু অনুমোদন পাওয়া নতুন তিন ব্যাংক নয়, সব ব্যাংকের পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা করতে হবে। আর এ জন্য দুই বছর সময় বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খবর বিডিনিউজের।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম গত রাতে বলেন, সর্বশেষ বোর্ড সভায় ৫০০ কোটি টাকা পরিশোধিত মূলধন সংগ্রহের শর্তে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, সিটিজেন ব্যাংক এবং পিপলস ব্যাংককে অনুমোদন দেওয়া হয়েছে।

‘ওই সভায় আগে অনুমোদন দেওয়া ব্যাংকগুলোকে দুই বছরের মধ্যে মূলধন       ৫০০ কোটি টাকায় উন্নীত করার শর্ত দেওয়া হয়েছে। যে সব ব্যাংকের মূলধন এখনো ৫০০ কোটি টাকার কম রয়েছে তাদের এ শর্ত পূরণ করতে হবে।’ খুব শিগগিরই এ সংক্রান্ত নীতিমালা জারি করা হবে বলে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাছের বলেন, আমানতকারীদের অর্থ ঝুঁকিমুক্ত রাখতেই এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ। আগের ব্যাংকগুলোর জন্য কিছুটা চাপ সৃষ্টি হলেও সার্বিকভাবে ব্যাংকিং খাতের জন্য এটা ভালো সিদ্ধান্ত বলে জানান তিনি।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর