শিরোনাম
রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রধানমন্ত্রী আজ চট্টগ্রামে সূচনা করবেন দুই মেগা প্রকল্পের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের (কর্ণফুলী টানেল) খনন কাজের উদ্বোধন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে পতেঙ্গা সমুদ্র সৈকতে বিশাল সুধী সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা যায়, টানেল নির্মাণের কারণে অনেক বেশি বিদেশি পর্যটক দেশে আসবেন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হলে যানজটমুক্ত         হবে চট্টগ্রাম নগরী।  প্রকল্প সূত্রে জানা গেছে, কর্ণফুলী নদীর তলদেশে ৯ হাজার ৮৮০ কোটি টাকায় নির্মাণ করা হচ্ছে ৩ হাজার ৫ মিটার দীর্ঘ টানেল। টানেলটি নেভাল একাডেমি পয়েন্ট থেকে শুরু হয়ে কাফকো ও সিইউএফএল পয়েন্টের মাঝখান দিয়ে অপর প্রান্তে যাবে। নদীর তলদেশে সর্বনিম্ন ৩৬ ফুট থেকে সর্বোচ্চ ১০৮ ফুট গভীরে স্থাপন করা হবে দুটি টিউব।

এ ছাড়া চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হবে ৩ হাজার ২৫০ কোটি ৮৩ লাখ টাকা।

সর্বশেষ খবর