শিরোনাম
রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নিমতলী ও চুড়িহাট্টার পুনরাবৃত্তি চাই না

-ক্যাপ্টেন তাজ

নিজস্ব প্রতিবেদক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বলেছেন, নিমতলী ও চুড়িহাট্টার মতো ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। পুরান ঢাকা থেকে দ্রুততম সময়ের মধ্যে রাসায়নিক কারখানা সরিয়ে নিতে হবে। সরকার কেরানীগঞ্জে             জায়গা করে দিয়েছে, ব্যবসায়ীদের সেখানে চলে যেতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বলেন, একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না। আমরা আর কোনো দুর্ঘটনা দেখতে চাই না। ব্যবসা করতে হলে সরকারের সিদ্ধান্ত মেনে নিতে হবে। মুষ্টিমেয় মানুষের জন্য স্বজন হারাদের চোখে পানি দেখতে চাই না। তিনি বলেন, দুর্ঘটনা, দুর্ঘটনাই। তবে জনসচেতনা বাড়াতে হবে।  চুড়িহাট্টার হতাহতদের পাশে সরকার আছে জানিয়ে তিনি বলেন, যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। নিহত ও আহতদের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। তিনি বিনামূল্যে চিকিৎসা সেবাসহ প্রতিটি পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।

সর্বশেষ খবর