রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

২০ দিনে দেড় হাজার ফেসবুক আইডি বন্ধ

নিজস্ব প্রতিবেদক

২০ দিনে দেড় হাজার ফেসবুক আইডি বন্ধ

উগ্র মতবাদ, ঘৃণাসূচক মন্তব্য, বিকৃত ছবি, উসকানিমূলক কথাবার্তা ছাড়ানোর অভিযোগে গত ২০ দিনে দেড় হাজার ফেসবুক আইডি বন্ধ করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে ডট-এর (ডিপার্টমেন্ট অব টেলিকম) নজরদারি বিভাগ এগুলো বন্ধ করেছে।

দেশের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতাসহ পরিচিতজনদের নামে ভুয়া আইডি খুলে অপপ্রচারের ভিত্তিতে দেশ থেকে নির্বাচিত ফোকাল পয়েন্টদের মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষকে ফেক আইডি, পেজ, গ্রুপের লিংক বন্ধের অনুরোধ জানানোয় এগুলো বন্ধ করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, অপপ্রচার চালানোয় সম্প্রতি দেড় হাজার ফেসবুক আইডি বন্ধ করা হয়েছে। যেসব আইডি বন্ধ করা হয়েছে সেসবের সঙ্গে পর্নোগ্রাফির কোনো সম্পর্ক নেই। বন্ধ করা আইডি জঙ্গিরাও ব্যবহার করছিল। শিগগিরই আরও আইডি ব্লক করা হবে। এরই মধ্যে সেগুলো চিহ্নিত করা হয়েছে।

প্রসঙ্গত, ডট-এর পাশাপাশি নির্বাচনের সময় গঠিত ‘সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল’, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, ন্যাশনাল টেলিকম মনিটরিং সেলসহ (এনটিএমসি) সংশ্লিষ্ট বিভাগগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করছে।

সর্বশেষ খবর