শিরোনাম
রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল

সভাপতি মোহাম্মদ আলী সম্পাদক মাহবুব খোকন

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৯-২০ সালের নির্বাচনে ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল’ ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক ব্যারিস্টার জমির উদ্দিন সরকার স্বাক্ষরিত একটি চিঠিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

এ প্রসঙ্গে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা প্যানেল চূড়ান্ত করেছি।  নির্বাচন সুষ্ঠু হলে অধিকাংশ পদে আমরা জয়লাভ করব।’ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল  থেকে সভাপতি পদে নির্বাচন করবেন সিনিয়র আইনজীবী এ জে  মোহাম্মদ আলী। সাধারণ সম্পাদক পদে পুনরায় প্রার্থী হয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এ ছাড়া সহ-সভাপতি পদের জন্য মনোনয়ন পেয়েছেন মো. আবদুল জব্বার ভূঁইয়া এবং আবদুল বাতেন। কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. ইমাম  হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন মোহাম্মাদ মুজিবুর রহমান এবং শরীফ উদ্দিন আহমেদ। আর সদস্য হিসেবে প্রার্থী হয়েছেন রশিদা আলিম ঐশী, মোহাম্মাদ ওসমান চৌধুরী, কাজী আখতার  হোসেন,  মো. শফিউর রহমান, মো. শরীফ উদ্দিন রোটন, মো. মোহাদ্দেস উল ইসলাম টুটুল এবং সৈয়দা শাহীন আরা লাইলী।

সর্বশেষ খবর