রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শেকৃবির ছাত্রী হলে আগুন আতঙ্ক

শেকৃবি সংবাদদাতা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রীদের কৃষকরত্ন শেখ হাসিনা হলে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। চলতি মাসের মাঝামাঝি শুরু হওয়া এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ছাত্রীদের নিরাপত্তায় কোনো ব্যবস্থা না নেওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে। ফলে হল ছেড়ে যাওয়াও শুরু করেছেন অনেকে। জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি গ্যাসলাইন লিক হয়ে এ হলে অগ্নিকা- ঘটে। এরপর ২১ ফেব্রুয়ারি আবারও গ্যাসলাইনের ত্রুটিতে গ্যাসের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো হল। পরদিন শুক্রবার চতুর্থ তলায় কমনরুমে কাগজে আগুন ও পঞ্চম তলায় শর্টসার্কিটে আগুন লাগে। সব মিলিয়ে হলজুড়ে ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে উপাচার্য উল্টো ছাত্রীদেরই ধমকান এবং একজনের রেজিস্ট্রেশন নম্বর লিখে তাকে এক্সফেল করানোর কথা বলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছে। এদিকে এ আতঙ্কের মধ্যে আজ অনুষ্ঠেয় বিভিন্ন পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে শেকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী বলেন, ‘প্রথম দিনের ঘটনা যান্ত্রিক ত্রুটির কারণে হতে পারে। তবে কাগজে আগুন লাগানো কারও মাধ্যমে হয়েছে বলে মনে করছি। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি।’

সর্বশেষ খবর