শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

উপনির্বাচনের কারণে ভোটে জনগণের আগ্রহ কম : দীপু মনি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটিতে উপনির্বাচনের কারণেই জনগণের আগ্রহ কিছুটা কম ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল বিকালে দলের পক্ষে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে ‘নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম থাকাকে আওয়ামী লীগ কীভাবে দেখছে’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দীপু মনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণের কিছু ওয়ার্ডের নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ জন্য নির্বাচনী এলাকার ভোটার, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি। বিরোধী দলবিহীন নির্বাচন কতটা উপভোগ করেছেন জানতে চাইলে আওয়ামী লীগের এই যুগ্ম সাধরণ সম্পাাদক বলেন, সংসদীয় গণতন্ত্রে সংসদে যারা বিরোধী দল হিসেবে আছে, সে দলটি নির্বাচনে অংশ নিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, এনামুল হক শামীম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য আখতারুজ্জামান, এ বি এম রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর