শিরোনাম
শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বিএনপি নেতারা হলেন ‘রাজনীতির কাক’

-তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির শীর্ষ নেতারা হলেন ‘রাজনীতির কাক’। উচ্ছিষ্ট দিলে কাক যেমন খেতে আসে, তখন জিয়াউর রহমানের বিলিয়ে দেওয়া উচ্ছিষ্ট খেতেই অনেকে বিএনপিতে যোগদান করেছিলেন।

গতকাল দুপুরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশু অধিকার বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমান গণতন্ত্র হত্যা করে বিএনপি প্রতিষ্ঠা করেন। ক্ষমতার            উচ্ছিষ্ট বিলিয়ে তিনি রাজনীতির কাকদের ডেকে বিএনপি প্রতিষ্ঠা করেন। তারাই বর্তমানের রাজনীতির মাঠের কাক। বর্তমান বিএনপির শীর্ষ নেতাদের অনেকে অতীতে ভিন্ন দলে ছিলেন। মির্জা ফখরুল ইসলাম, মওদুদ আহমেদ, খোন্দকার মোশাররফ হোসেন ভিন্ন দল থেকে এসেছেন।  সেমিনার উদ্বোধনকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, বঙ্গবন্ধুকন্যার উন্নয়নের সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হলে মানবাধিকার নিশ্চিত করতে হবে। আমাদের মানুষ হতে হবে, অমানুষ নয়। মানুষ হলে মানবাধিকার নিশ্চিত হবে। সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রবন্ধ উপস্থাপন করেন নূর-ই-আকবর চৌধুরী। আলোচনা করেন জাতিসংঘ শিশু তহবিলের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা মাধুরী ব্যানার্জি, মোস্তফা জামাল উদ্দিন আল আজাদ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বেলা, কাউন্সিলের কার্যনির্বাহী সদস্য রেহানা চৌধুরী প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর