শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

নারায়ণগঞ্জে মাদক সমূলে উৎপাটন করা হবে : এসপি হারুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, ‘মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলবে। এ অভিযানে এমপি শামীম ওসমান আমাদের সমর্থন করেছেন। তিনি মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছেন। জনপ্রতিনিধিরাও আমাদের সহযোগিতা করেছেন। অতএব আমি মনে করি, কোনো মাদক ব্যবসায়ী পর্দার অন্তরালে অপতৎপরতা চালাবেন আর বড় ভাইয়ের পরিচয় দেবেন এটা হবে না। আমরা অবশ্যই ব্যবস্থা নেব এবং সেই কাজ আমাদের চলছে।’ পুলিশ মেমোরিয়াল  ডে উপলক্ষে গতকাল চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের চাষাঢ়ায় এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মো. মেহেদী ইমরান সিদ্দিকী প্রমুখ। পুলিশ সুপার হারুন বলেন, ‘নারায়ণগঞ্জে যেসব গডফাদার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের প্রশ্রয় দেন, তাদের বিরুদ্ধে আমরা সঠিক তথ্য নিচ্ছি। আমরা যখনই হাতেনাতে প্রমাণ পাব তখনই তাদের আইনের আওতায় নিয়ে আসব।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর