শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক

সংখ্যালঘুদের অধিকার রক্ষাবিষয়ক এক সেমিনারে বক্তারা বলেছেন, ‘আমাদের দেশে বিভিন্ন সময় সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন দেওয়া, ভোট প্রদানের জন্য মানসিক চাপ প্রয়োগের মতো ঘটনা অহরহ ঘটে। তাই সংখ্যালঘুদের জানমাল ও তাদের অধিকার রক্ষায় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’

একসেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল আয়োজিত বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষাবিষয়ক এ সেমিনার গতকাল রাজধানীর  একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেট পরিমল চন্দ্র গুহর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। প্রধান বক্তা ছিলেন সাউথ এশিয়ান ল ইয়ার্স ফোরামের প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ সালাহ্উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সাদা দল মনোনীত সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট আবদুন নূর দুলাল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব ভট্টাচার্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর