রবিবার, ৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ট্রেনের ধাক্কায় বনানী থেকে কমলাপুরে যুবকের মৃতদেহ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানী এলাকায় একলা হাঁটছিলেন এক যুবক। তার বয়স আনুমানিক ৩০। অজ্ঞাত যুবকটি একেবারে রেললাইনের ওপর দিয়ে যাচ্ছিলেন। এরপরই ঘটে মর্মান্তিক এক ঘটনা। যুবক এতটাই উন্মনা ছিল যে- কোনো দিকে খেয়াল ছিল না। প্রচ- শব্দে ট্রেন ছুটে এসে কাছে আসার পরও কোনো টেরই পাননি তিনি। ট্রেনের ইঞ্জিনে ধাক্কা খেয়ে সেখানেই আটকে থাকেন। এরপর ঘটনাস্থল থেকে প্রায় আট কিলোমিটার দূরে পাওয়া যায় তার মৃতদেহ। অর্থাৎ বনানী থেকে কমলাপুরে এসে পৌঁছে। গতকাল ভোরে ওই যুবকের ছিন্নভিন্ন দেহ ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে উদ্ধার করা হয়। এরপর তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। জানা যায়, গতকাল ভোর ৬টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আসা তূর্ণা নিশীথা  ট্রেনের ধাক্কায় এর ইঞ্জিনের সামনের অংশে আটকে যায় ওই যুবক। ট্রেনটি তাকে টেনে নিয়ে কমলাপুর এসে পৌঁছে। রেললাইনের ওপর দিয়ে টেনে নেওয়া ওই যুবকের লাশ চেনার কোনো উপায় ছিল না। তবে যুবকটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসমিন ফারুক মজুমদার জানান, যুবকটি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই রেললাইনের ওপর দিয়ে হাঁটতেন। ভোরে বনানী এলাকায় রেলক্রসিংয়ে ওপর দিয়ে হাঁটছিলেন   তিনি। ট্রেন আসার আগে ক্রসিংবার ফেলে দেওয়ার পরও রেললাইনের ওপর  থেকে সরে যাননি যুবকটি।

সর্বশেষ খবর