সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

আবার আন্দোলনে পাটকল শ্রমিকরা

৯ দফা দাবিতে আজ নামছেন রাজপথে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা অঞ্চলে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে আবারও শ্রমিক আন্দোলন শুরু হয়েছে। বকেয়া মজুরি, মজুরি কমিশন, গ্রাইচ্যুইটি, পিএফ’র টাকা প্রদান, বদলি শ্রমিক ও কর্মচারীদের স্থায়ীকরণসহ ৯ দফা দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে পাটকল শ্রমিকরা।

কর্মসূচির মধ্যে আজ খুলনার শিল্পাঞ্চলের রাজপথে বিক্ষোভ মিছিল, আগামী ৮ মার্চ শ্রমিক সমাবেশ, ১০ মার্চ লাল পতাকা মিছিল, ১২ মার্চ ধর্মঘট পালন, ১৯ মার্চ থেকে ৪৮ ঘণ্টা ধর্মঘট ও বিক্ষোভ মিছিল এবং ২৪ মার্চ ঢাকায় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

কেন্দ্রীয় পাটকল শ্রমিক লীগের সভাপতি ও প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি সরদার মোতাহার উদ্দিন বলেন, মৌসুমে কাঁচাপাট ক্রয়ে অর্থ বরাদ্দ দেওয়া হয় না। মৌসুম শেষে ওই পাট কিনতে হয় অতিরিক্ত মূল্য দিয়ে। এছাড়া উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিলগুলোকে বিএমআরই করা প্রয়োজন।

সর্বশেষ খবর