সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সরকারি উদ্যোগে প্রতি জেলায় আবাসন হবে

----------- গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, কোনো মানুষ যাতে আবাসনহীন না থাকে, সেজন্য প্রতিটি জেলায় সরকারি উদ্যোগে আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে। গতকাল উত্তরা ১৮ নম্বর সেক্টরে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্তদের ফ্ল্যাট আইডি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজউক অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। লটারির মাধ্যমে ৭৯৭ জনের নামে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। মন্ত্রী বলেন, আমরা সেবা সহজীকরণ করছি, যাতে দীর্ঘসূত্রিতা থেকে বেরিয়ে আসা যায়। আশা করছি, আগামী ১ মের মধ্যে সম্পূর্ণ অটোমেশন বা অনলাইন পদ্ধতিতে চলে যাব। ডিজিটাল পদ্ধতিতে রাজউকের সব সেবা পাওয়া যাবে। অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান মো. আবদুর রহমান ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর