মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা
দলীয় প্রতিপক্ষেই বিব্রত আওয়ামী লীগ

চট্টগ্রামে ৫ উপজেলায়ই প্রতিপক্ষ নিজেরা

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রামে ৫ উপজেলায়ই প্রতিপক্ষ নিজেরা

দ্বিতীয় ও তৃতীয় ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের পাঁচ উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগ প্রার্থীরাই। কেউ দলীয় প্রতীক নিয়ে, আবার কেউ হয়েছেন বিদ্রোহী প্রার্থী। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে রীতিমতো নিজ যোগ্যতাসহ নানাবিধ চিত্র তুলে ধরছেন। পাশাপাশি নৌকার প্রার্থীরা বিদ্রোহীদের কীভাবে ম্যানেজ বা ভোটে পরাজয় করা যায়, সে বিষয়েও কৌশলে মাঠে কাজ করছেন। দলীয় সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ হতে যাওয়া উত্তর চট্টগ্রামের সাতটির মধ্যে একটি উপজেলা নির্বাচনে ফটিকছড়িতে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান প্রার্থী                 রয়েছেন নাজিম উদ্দিন মুহুরী। এখানে বিদ্রোহী প্রার্থী আছেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা এস এম আবু তৈয়ব। তৃতীয় ধাপে ২৪ মার্চ নির্বাচনে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, বোয়ালখালী, লোহাগাড়া ও চন্দনাইশের চার উপজেলায় নির্বাচন হবে। বাঁশখালীতে উপজেলা চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মো. গালিব, বিদ্রোহী প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা মৌলভী নুর হোসেন, বোয়ালখালীতে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আলম ও বিদ্রোহী প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, লোহাগাড়ায় নৌকা প্রতীকে নির্বাচন করছেন আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম চৌধুরী, বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের নেতা দাবিদার এলডিপি নেতা জিয়াউল হক বাবুল, চন্দনাইশে নৌকা প্রতীকে নির্বাচন করছেন এ কে এম নাজিম উদ্দিন ও বিদ্রোহী প্রার্থী সাবেক এলডিপি নেতা আবদুল জব্বার চৌধুরী। এখানে শুধু আনোয়ারায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন হবে না। বাকি উপজেলাগুলোয় সাধারণ ও সংরক্ষিত (মহিলা) ভাইস চেয়ারম্যান পদেও নির্বাচন হবে। কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দলের নৌকা প্রতীক পাওয়া প্রার্থীদের নির্বাচিত করতে কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতারা মাঠে কাজ করছেন।’

 

সর্বশেষ খবর