মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা
ঐক্যফ্রন্টকে নাসিম

নির্বাচিতদের শপথে বাধা দিচ্ছেন কেন

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪-দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম ঐক্যফ্রন্টের নেতাদের উদ্দেশে বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের দেওয়া ভোটে যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ গ্রহণ করতে বাধা দিচ্ছেন কেন? গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের  সুস্থতা কামনায় এই  দোয়া মাহফিলের আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি। মোহাম্মদ নাসিম বলেন, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তারা সংসদে আসুক। তাদের বাধা দেওয়া তো গণতান্ত্রিক অধিকার হতে পারে না। তারা তো জনগণের ভোটে নির্বাচিত। তারা এসে সংসদে আপনাদের পক্ষে কথা বলুক। সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে এতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হক সবুজ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম  পোদ্দার, এম এ করিম প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর