শিরোনাম
মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

যুব সমাজকে বিপথে না যাওয়ার আহ্বান লিটনের

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

যুব সমাজকে বিপথগামী থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে ইয়ুথ পার্লামেন্ট টু এক্সপ্লোর ফিউচার বাংলাদেশের ৭ম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লিটন আরও বলেন, যুব সমাজের অনেকে নানাভাবে বিপথগামী হয়েছে। কেউ জঙ্গিবাদে জড়াচ্ছে, আর অনেকে মাদকাসক্ত হচ্ছে। এই অবস্থা অব্যাহত থাকলে দেশ কাদের হাতে দিয়ে যাব? কেননা যুব সমাজ আগামীতে  দেশের হাল ধরবে। কিন্তু দুঃখের বিষয় যুব সমাজের নানাবিধ দিকে মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। তাদের এই কাজ থেকে বিরত রাখতে হবে। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারার আয়োজনে অধিবেশনে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী ও টিআইবির চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, তরুণরাই সমাজের প্রতিনিধি। সমাজে তরুণদের প্রতিনিধিত্বশীল মনোভাব তৈরি করতে হবে। কেননা তরুণদের দৃষ্টিভঙ্গির উপরই দেশ গড়ে ওঠা সময়ের দাবি। সভায় সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। যুব সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভূমিকায় ছিলেন অ্যাডভোকেট সুলতানা কামাল। সংসদ অধিবেশনে দেশের প্রতিটি আসন থেকে একজন করে ৩০০ যুব সংসদ সদস্য অংশ নেন। এ অধিবেশনটি আইসিটি, গুড গভরমেন্ট, এসডিজির ওপর মুক্ত আলোচনা তিনটি সেশনে অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর