মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ আজ

নিজস্ব প্রতিবেদক

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে আজ বিএনপি নেতাদের সাক্ষাতের কথা রয়েছে। বেলা আড়াইটার দিকে সচিবালয়ে তারা বৈঠক করবেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির সিনিয়র নেতারা বৈঠকে অংশ নেবেন।  বিএনপি সূত্র জানায়, বৈঠকে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দিতে তারা আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করতে পারেন। এদিকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন পালন করবে বিএনপি। দলটির দাবি, খালেদা জিয়াকে পছন্দমতো বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। তিনি হাঁটতে পারছেন না। পা ফুলে গেছে। হাত অবশ। পুরনো রোগগুলো বেড়ে গেছে। চোখেও প্রচন্ড ব্যথা। তাকে জামিনে মুক্তি দেওয়া হোক। গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। অবর্ণনীয় কষ্টে আছেন। অবৈধ ক্ষমতার মত্ততায় বিনা চিকিৎসায় তাকে পরিত্যক্ত কারাগারের পর্যাপ্ত আলো-বাতাসহীন স্যাঁতসেতে অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রাখা হয়েছে। তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে ফেলে রেখে চরমতম মানসিক ও শারীরিক শাস্তি দেওয়া হচ্ছে।

খালেদা জিয়ার পূর্বের অসুস্থতা এখন আরও গুরুতর রূপ ধারণ করেছে। সারভাইক্যাল স্পন্ডিলোসিসের জন্য কাঁধে প্রচন্ড ব্যথা, হিপ-জয়েন্টেও ব্যথার মাত্রা প্রচন্ড, ঝুঁকিপূর্ণ শরীর।

সর্বশেষ খবর