বুধবার, ৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

পাটুরিয়া-গোয়ালন্দে নির্মিত হবে দ্বিতীয় পদ্মা সেতু

সংসদে তথ্য

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-ফরিদপুর মহাসড়কে পাটুরিয়া-গোয়ালন্দ অবস্থানে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ সেতু নির্মাণে পিডিপিপি নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। গতকাল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে শাজাহান খানের (মাদারীপুর-২) লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। লিখিত প্রশ্নের জবাবে সেতুমন্ত্রীর পক্ষে এ তথ্য জানানো হয়। সংসদে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত বছরের ৩০ মে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের বোর্ড অব গভর্নরসের দ্বিতীয় সভায় ‘দ্বিতীয় পদ্মা বহুমুখী সেতুর উদ্যোগ বর্তমানে নির্মাণাধীন সেতুর কার্যক্রম সমাপ্ত হলে এর অভিজ্ঞতা পর্যালোচনার পর গ্রহণ করা যেতে পারে’ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

বছরে সাড়ে ৯ কোটি যাত্রী পরিবহন : এদিকে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, বাংলাদেশ রেলওয়ে ২০১৬-১৭ অর্থবছরে ৭ কোটি ৭৮ লাখ ও ২০১৭-১৮ অর্থবছরে ৯ কোটি ৫৭ হাজার যাত্রী পরিবহণ করেছে। গতকাল জাতীয় সংসদে নিজাম উদ্দিন হাজারীর (ফেনী-১) এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভারতীয় রেলওয়ের সংযোগের জন্য সাতটি ইন্টারচেঞ্জ পয়েন্ট রয়েছে। এর মধ্যে চারটি চালু আছে এবং বাকি তিনটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন দুটি ইন্টারচেঞ্জ পয়েন্ট চালুর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ খবর