বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা
আটাবের আলটিমেটাম

অনিয়ম দূর করা না হলে বিমানের টিকিট বিক্রি বন্ধ

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেটের নেতারা বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ফ্লাইটে ছয়টি অনিয়মের অভিযোগ তুলে ১০ দিনের আলটিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে অনিয়ম দূর না হলে বিমানের টিকিট বিক্রি বন্ধ করে দেওয়াসহ প্রবাসীদের বাংলাদেশ বিমানে যাতায়াতে নিরুৎসাহিত করার ঘোষণা দিয়েছেন তারা। গতকাল এক সংবাদ সম্মেলনে আটাব নেতারা অভিযোগ করেন, বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ফ্লাইটের বেশিরভাগ যাত্রীই সিলেটের প্রবাসী। লাল-সবুজের পতাকাবাহী এ প্রতিষ্ঠানকে সচল রাখতে বড় ভূমিকা রাখলেও নানা বৈষম্যের শিকার হচ্ছেন তারা। দীর্ঘদিন ধরে বিমান কর্তৃপক্ষের বিমাতাসুলভ আচরণ আর হয়রানির প্রতিবাদ প্রবাসীরা জানিয়ে এলেও এর প্রতিকারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং দিন দিন বেড়েই চলছে অনিময়। আটাব সিলেট জোনের সভাপতি আবদুল জব্বার জলিল জানান, বিমান কর্তৃপক্ষ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের যাত্রীদের সিলেট থেকে নিয়ে ঢাকার উত্তরার বিভিন্ন নিম্নমানের হোটেল ও বাসা-বাড়িতে রাখে। থ্রিস্টার, ফাইভ স্টার মানের এসব আবাসন কাগজে কলমে দেখানো হলেও মূলত অস্বাস্থ্যকর পরিবেশে তাদের সেখানে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়।

এতে হয়রানির শিকার হয়ে প্রবাসীরা দিন দিন বাংলাদেশ বিমান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তিনি আরও বলেন, সিলেটের যাত্রীদের হয়রানি ও বিমানের বৈষম্যমূলক আচরণ বন্ধে আমরা এর আগে বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পররাষ্ট্রমন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বরাবরের স্মারকলিপি দিয়েছি। কিন্তু তাতেও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে আমরা কঠোর অবস্থানে যেতে হচ্ছে। ১০ কার্যদিবসের মধ্যে সমস্যা সমাধান না হলে বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা কর্মসূচি ঘোষণা করব। আটাব সিলেট জোনের দাবিগুলোর মধ্যে রয়েছে কমন ভাড়ায় সিলেটের যাত্রীদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্দ রেখে সপ্তাহে একটি সিলেট-জেদ্দা-সিলেট ফ্লাইটের ব্যবস্থা, সিলেটের যাত্রীদের জন্য ভাড়া বৈষম্য দূর, সিলেট-জেদ্দা-সিলেট, সিলেট-দুবাই-সিলেট, সিলেট-লন্ডন-সিলেট ফ্লাইটে সিলেটের প্রবাসীদের অগ্রাধিকার প্রদান করতে হবে। এ ছাড়া ‘প্রবাসীরা সরাসরি ফ্লাইটে সিলেট আসতে হলে বেশি ভাড়া দিতে হবে’Ñ বিমানের বিক্রয় ও বিপণন পরিচালকের এমন বক্তব্য প্রত্যাহার করতে হবে। সপ্তাহে ধার্যকৃত জেদ্দা-সিলেট দুটি ফ্লাইটে সিলেটের উমরাহ যাত্রীদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্দ রাখতে হবে। ঢাকা থেকে গ্রুপ বুকিং সিস্টেম বাতিল করতে হবে। সিলেট থেকে ঢাকায় নিয়ে যাওয়া আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের উন্নতমানের হোটেলে থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে এবং সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের শক্তি বৃদ্ধির কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর