শুক্রবার, ৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ঘুরে দাঁড়াতে পারছে না চট্টগ্রাম বিএনপি

ফারুক তাহের, চট্টগ্রাম

দীর্ঘ কারাভোগের পর চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি-সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন নেতা জামিনে মুক্তি পেলেও রাজনৈতিক মাঠে তাদের বিচরণ নেই আগের মতো। অনেকটা জড়োসড়ো অবস্থায় রয়েছে এখানকার বিএনপি নেতারা। ঘরোয়া কর্মসূচি পালন ও বার্তা-বিবৃতির মধ্যেই যেন আটকে পড়েছে দলটি। একইভাবে দলের অন্য অঙ্গ-সংগঠনগুলোরও দীর্ঘদিন ধরে নেই কোনো কর্মসূচি। ফলে রাজনীতির মাঠে বিএনপি এখন অনেকটা ‘নিষ্ফলা বীজ’র মতো হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন খোদ বিএনপির কয়েকজন নেতা। তবে এর পেছনে সঙ্গত অনেক কারণও রয়েছে বলে মনে করছেন তারা। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা বড় ধরনের কোনো কর্মসূচি হাতে নিতে পারছি না। কারণ পুলিশ প্রশাসন এখনো আমাদের নেতা-কর্মীদের পিছু ছাড়েনি। নানাভাবে হয়রানি করা হচ্ছে। আমাদের এক ধরনের হাত-পা বেঁধে রাখা হয়েছে। কারাগার থেকে মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু রাজনৈতিক কর্মকা  তো দূরে থাক, একজন মুক্ত মানুষের মতো সাধারণ কার্যক্রমও আমরা করতে পারছি না।’ এদিকে চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘরের নামফলক থেকে জিয়াউর রহমানের নাম মুছে দেওয়া ও জিয়ার ম্যুরালকে কাপড় দিয়ে ঢেকে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বিএনপি আন্দোলন কর্মসূচি ঘোষণা করলেও রাজনীতির মাঠে তা কোনো কার্যকর প্রভাব ফেলেনি। এদিকে ঘরোয়া কর্মসূচির অংশ হিসেবে গতকাল নগর বিএনপি পালন করেছে তারেক রহমানের ১৩তম কারাবন্দী দিবস। এ উপলক্ষে নাসিমন ভবনের দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করলেও উপস্থিতির সংখ্যা ছিল নগন্য। ফলে ঘরোয়া কর্মসূচিও আর আগের মতো জমছে না বিএনপির।

সর্বশেষ খবর