শুক্রবার, ৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

উত্তরের মেয়র আতিকুলের শপথ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম গতকাল শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে তেজগাঁও নিজ কার্যালয়ে ঢাকা উত্তর সিটির নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামকে শপথবাক্য পাঠ করান। এ ছাড়া ঢাকা উত্তরের ২৬ ও দক্ষিণের ২৪ জন নবনির্বাচিত কাউন্সিলর স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে শপথ নেন। স্থানীয় সরকার বিভাগের সচিব এস এম গোলাম ফারুক শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য মঞ্চে উপস্থিত ছিলেন। মন্ত্রিসভার সদস্য, ঢাকা দক্ষিণ সিটির মেয়র, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন। শপথ নেওয়া ৫০ জন নতুন কাউন্সিলরের মধ্যে সংরক্ষিত আসনের ১২ জন নারী কাউন্সিলর রয়েছেন। প্রধানমন্ত্রী নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন জানান এবং ভোটদানের মাধ্যমে নগরবাসী তাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, নগরবাসীর সেই আস্থা ও মর্যাদা সমুন্নত রাখার জন্য তাদের প্রতি আহ্বান জানান। মেয়র হিসেবে শপথ নেওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আতিকুল ইসলাম। নতুন কাউন্সিলরদের নিয়ে বেলা ১২টায় ফুল দিতে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘরে যান ঢাকা উত্তরের মেয়র।

সর্বশেষ খবর