শনিবার, ৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বেড়েছে মাছ মাংস তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

বেড়েছে মাছ মাংস তেলের দাম

রাজধানীর বাজারগুলোতে বেড়েছে মাছ, মাংস ও  তেলের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি মাছের দাম ৩০-৫০ টাকা, মাংসের দাম ২০-৫০ টাকা ও  তেলের দাম কেজিতে ৪-৫ টাকা বেড়েছে। তবে সবজির দর আগের সপ্তাহের চেয়ে বাড়েনি। গতকাল রাজধানীর কল্যাণপুর, শ্যামলী, শঙ্কর, ধানমন্ডি, নিউমার্কেট, নয়াবাজার, রায়সাহেব বাজারসহ কয়েকটি বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। বাজারে সব ধরনের মাছের দাম কেজিতে ৩০-৫০ টাকা বেড়েছে। প্রতিকেজি রুই ২৮০ থেকে ৪২০ টাকা, পাবদা ৫৫০ থেকে ৬০০ টাকা, টেংরা ৫৫০ থেকে ৭০০ টাকা, তেলাপিয়া ১৬০ থেকে ২০০ টাকা, শিং ৬০০ থেকে ৭০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮৫০ টাকা, চিতল ৬০০ থেকে ১০০০ টাকা, আইড় ৭৫০ থেকে ৮৫০ টাকা, বাইলা ৮০০ টাকা, বাইম ৬০০ টাকা, পোয়া ৬০০ টাকা, মলা ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সব ধরনের মাংসের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। গরুর মাংস প্রতিকেজি ৫২০ টাকা, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৪৮০ টাকায়। খাসির মাংস ৮৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৮০০ টাকা। ব্রয়লার মুরগি ১৬০ টাকা, লেয়ার মুরগি ২১০ টাকা, কক মুরগি ১৮০ টাকা থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি এককেজি ওজনের ইলিশ ১৫০০ থেকে ১৬০০ টাকা, ৮০০ থেকে ৯০০ গ্রাম ইলিশ ১৪০০ থেকে ১৫০০ টাকা, ৬০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ১২০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। মান ভেদে প্রতিকেজি দেশি পিয়াজ ৩৫ থেকে ৪০ টাকা, ভারতীয় পিয়াজ ২৫ টাকা, টমেটো ৩০ টাকা, বেগুন ৫০ টাকা, শিম ৩০ টাকা।
ফুলকপি প্রতি পিস ৩০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিকেজি করলা ৮০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, লাউ ৫০ টাকা, শালগম ৩০ টাকা, মুলা ২৫ টাকা, নতুন আলু ১৫ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সব ধরনের শাক বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা আঁটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর