বুধবার, ১৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকলে ধর্মঘট, উৎপাদন ব্যাহত

৯ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

মজুরি কমিশন, বদলি শ্রমিকদের স্থায়ীকরণ ও বকেয়া মজুরি পরিশোধসহ ৯ দফা দাবিতে খুলনাসহ সারা দেশের ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকলে ধর্মঘট পালন করেছেন শ্রমিকরা। গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল পর্যন্ত এসব পাটকলে উৎপাদন বন্ধ ছিল। একই দাবিতে আগামী ১৯ মার্চ থেকে টানা দুই দিনের ধর্মঘট আহ্বান করা হয়েছে। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ এ কর্মসূচির ঘোষণা দেয়। বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)’র হিসাব মতে, খুলনা অঞ্চলে রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে প্রতিদিনের উৎপাদন লক্ষ্যমাত্রা গড়ে ২৭২ দশমিক ১৭ টন পাটজাত পণ্য। তবে কাঁচাপাট সংকটে উৎপাদন কমে বর্তমানে লক্ষ্যমাত্রা ৯১ দশমিক ৩৩ টন। ধর্মঘটের কারণে এসব মিলে প্রায় ১ কোটি টাকার পাটপণ্যের উৎপাদন ব্যাহত হয়। শ্রমিকদের দাবি, খুলনা অঞ্চলের প্রতিটি পাটকলে ৬ থেকে ৮ সপ্তাহের মজুরি ও কর্মচারিদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। টাকার অভাবে পরিবার-পরিজন নিয়ে তারা      দুর্ভোগের মধ্যে পড়েছেন। ফলে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, একই দাবিতে আগামী ১৯ মার্চ থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট ও বিক্ষোভ মিছিল এবং ২৪ মার্চ ঢাকায় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে দ্রুত শ্রমিক অসন্তোষ নিরসনসহ রাষ্ট্রায়ত্ত পাটকলে বিএমআরই, সময়মতো সরকারি অর্থ বরাদ্দ, দুর্নীতিমুক্ত দক্ষ ব্যবস্থাপনা ও পাট শিল্প রক্ষায় দীর্ঘ মেয়াদী পরিকল্পনার দাবি জানিয়েছে পাট ও পাট রক্ষা কমিটি।

সর্বশেষ খবর